• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে: প্রিন্স

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০২২, ২৩:৩৭
ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এরই মধ্যে গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। গণদাবি উপেক্ষা করে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাইলে তাদের গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধাইরপাড়া প্রাইমারি স্কুলমাঠে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এই সরকার গণতন্ত্র হরণ করে নিয়েছে। দেশের মালিকানা আজ প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে বন্দি। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। জনগণ মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থার জন্য সরকারই দায়ী। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটাই প্রমাণ করেছেন। সরকার বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। জেল-জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ময়মনসিংহ,গণঅভ্যুত্থান,পদধ্বনি,সৈয়দ এমরান সালেহ প্রিন্স,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close