• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি নেত্রী গণতন্ত্রের মা হন কীভাবে, প্রশ্ন হানিফের

প্রকাশ:  ১০ নভেম্বর ২০২২, ২২:৪১
কক্সবাজার প্রতিনিধি

‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মির্জা ফখরুলরা বলেন গণতন্ত্রের মা। অথচ খালেদার নেতৃত্বে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাহলে বিএনপি নেত্রী গণতন্ত্রের মা হন কীভাবে? এটি বোঝা মুশকিল।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

শেখ হাসিনার মতো মানবতাবাদী নেত্রী বিশ্বে বিরল উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ২০১৫ সালের ৯৩ দিনের কথিত হরতাল মানুষ না মেনে বয়কট করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করে ছিলো বিএনপি। এরূপ ডাইনী খালেদাদের এদেশের জনগণ কখনো গ্রহণ করবে না।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এজন্য কক্সবাজারের প্রতিটি পরিবারে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পৌঁছাতে হবে। যার দায়িত্ব পালন করবেন ওয়ার্ডে পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর উপলক্ষে নানা নির্দেশনা দেওয়া হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,মাহবুব উল আলম হানিফ,বিএনপি নেত্রী,খালেদা জিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close