• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানুষের জীবন নিয়ে অপরাজনীতি বিএনপি করে না: রিজভী

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২২, ২৩:০৫
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মানুষের জীবন নিয়ে অপরাজনীতি বিএনপি করে না। এই আওয়ামী লীগ অতীতে আন্দোলনের নামে যাত্রীবাহী বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে।

শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৪ সালের ৪ জুন শাহবাগে বাসে আগুন দিয়ে ১১ যাত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মামলা হয় আওয়ামী লীগের দু’জন কেন্দ্রীয় নেতার নামে। তদন্তে তারা দোষী সাব্যস্ত হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০১৩ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নানক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আজমসহ ১৮ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

তার মন্তব্য, ‘আদেশটি দেন ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। আজও বিচার পেলো না গান পাউডারে বাস পোড়ায় নিহতরা।’

রিজভী বলেন, লগি-বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। অতীতের ধারাবাহিকতায় নিরপরাধ মানুষকে নৃশংস পন্থায় হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এর দায় চাপিয়ে আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার ও বিএনপিকে দমন করার অপরাজনীতি ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষ এতো বোকা নেই।

তিনি বলেন, ২০১৩-২০১৫ পর্যন্ত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ ও তাদের পোষ্যরা যাত্রীবাহী বাসে পেট্রল বোমা, ট্রেনে আগুন, রেলপথে নাশকতা, উপাসনালয়ে হামলাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাস চালিয়ে তিন বছরে ১৭২ জনের প্রাণহানি ঘটায়।

‘একই সময়কালে আহত হয় তিন হাজার ৮৬ জন। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে তিন হাজার ২৫২টির বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রয়েছে। ট্রেনে হামলা হয়েছিল ২৯ বার।’

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস গণতান্ত্রিক আন্দোলনকে নির্মমভাবে ভেঙে দেওয়ার চক্রান্ত।

পূর্বপশ্চিমবিডি/সএম

বিএনপি,অপরাজনীতি,মানুষ,জীবন,রুহুল কবির রিজভী আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close