• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি অস্ত্রের ভাষায় কথা বলে না, শান্তি চায়: মঈন খান

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ১৯:৩৩
সিলেট প্রতিনিধি

বিএনপির পাশে জনগণ আছে বলেই গণসমাবেশে পরিণত হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি অস্ত্রের ভাষায় কথা বলে না, শান্তি চায়। দেশে অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সরকার বলছে শান্তি ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপি গত ছয়টি সমাবেশে একটি সেকেন্ডের জন্যও শান্তি ভঙ্গ করেনি। আমরা জনগণের কাছে গণতন্ত্র ও ক্ষমতা ফিরিয়ে দিতে চাই।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শনিবার (১৯ নভেম্বর) এই মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

বর্তমান সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করে মঈন খান বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) ব্যালট বাক্স ছিনতাই করে, দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে। একসময় ‘আমার ভোট আমি দেবো’ স্লোগান দিলেও বর্তমানে তাদের স্লোগান হয়ে দাঁড়িয়েছে ‘দিনের ভোট রাতে দেবো’।

তিনি বলেন, বিএনপির গণসমাবেশগুলোতে জনতার ঢল দেখে সরকার আতঙ্কিত হচ্ছে। তারা মসনদ হারানোর চিন্তায় রয়েছে। এ জন্য দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। মানুষের ঘরে ঘরে গিয়ে নতুন করে ভয় দেখানো শুরু করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিলেট,আবদুল মঈন খান,বিএনপি,শান্তি,অস্ত্র,কথা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close