• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়ার সম্মুখীন: রব

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ১৬:৫৭
নিজস্ব প্রতিবেদক

দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার সম্মুখীন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শনিবার (১৯ নভেম্বর) জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেএসডি জামালপুর জেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়ালি যুক্ত হয়ে) তিনি এ মন্তব্য করেন।

আ স ম আবদুর রব বলেন, সংবিধানে সমাবেশের স্বাধীনতা দেওয়া হলেও সরকার নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে বিরোধী দলের সমাবেশে নাশকতার অভিযোগ তুলে তল্লাশি, বাধা দেওয়া এবং হুমকির মাধ্যমে অহরহ সংবিধান লঙ্ঘন করে যাচ্ছে। শুধু তাই নয়, আকার-ইঙ্গিতে সরকার পরিবহন ধর্মঘট করে সমাবেশ বাধাগ্রস্ত করছে। অন্যদিকে নিজ দলীয় সমাবেশে তল্লাশি বিহীন, ধর্মঘট বিহীন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে।

তিনি বলেন, তল্লাশির নামে, ধর্মঘটের নামে ও জিজ্ঞাসাবাদের নামে সরকার আজ জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত বিরোধী দলের অনুষ্ঠিত সমাবেশ গুলোতে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সরকার বাধা সৃষ্টি করতে পিছপা হয়নি। সমাবেশের ঘোষিত সময়সূচির তিন চার দিন আগ থেকেই পরিবহন ধর্মঘট, লঞ্চ ধর্মঘট ইত্যাদি করে শুধুমাত্র সমাবেশ বাধাগ্রস্ত করায় সংশ্লিষ্ট অঞ্চলের গণমানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়।

জেএসডি সভাপতি বলেন, এসব কারণে সরকারের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশ আজ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার সম্মুখীন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দেউলিয়া,দেশ,অর্থনৈতিক,আ স ম আবদুর রব,জেএসডি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close