• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত: ড. কামাল

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ১৭:৩৩
নিজস্ব প্রতিবেদক

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রাষ্ট্রের নাগরিকদের বঞ্চিত করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র না থাকলে দেশের অসাধারণ ক্ষতি হবে। গণতন্ত্রের বিষয়ে ঘরে ঘরে আলোচনা হওয়া উচিত। সার রাস্তায় আসা উচিত। যাতে করে মানুষ সচেতন হয়। আমরা যদি মনে করি বসে থেকে অধিকার ভোগ করবো, সেটা ভুল হবে।

শনিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।‘সংবিধানের ৫০ বছর ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।

মৌলিক অধিকারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, সরকার চায় না মানুষ মৌলিক অধিকারের বিষয়ে সচেতন হোক। এ ব্যাপারে তারা চেপে ধরে থাকে। এ জন্য বিষয়টি প্রচারমাধ্যমে আনতে হবে। স্কুল-কলেজে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে হবে।

গণফোরামের নেতাকর্মীসহ সরকারবিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সবসময় সক্রিয়ভাবে জনগণের পাশে থাকতে হবে। সবসময় কাজে লেগে থাকা দরকার। পত্রিকায় লেখালেখি হওয়া দরকার। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জানানো দরকার। আমরা যদি কাজে লেগে না থাকি, তাহলে অধিকার থেকে বঞ্চিত হবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ড. কামাল হোসেন,গণফোরাম,আলোচনা,গণতন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close