• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে: মিনু

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২২, ১৭:৪৩
রাজশাহী প্রতিনিধি

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া উপ-কমিটির আয়োজনে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মিজানুর রহমান মিনু বলেন, জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন সরকারের প্রতি অনাস্থা আর বিএনপির আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। মানুষ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রীর দাম এখন আকাশচুম্বী। সবকিছুর দাম বাড়ায় জনগণ অসহায় হয়ে পড়েছে। এ কারণে জনগণ এ ব্যর্থ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন দিচ্ছে।

তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে রাজশাহী সমাবেশের মহানগরীতে পরিণত হবে। রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম হবে। স্মরণকালের এই গণসমাবেশে কমপক্ষে ১৫ লাখ মানুষের জমায়েত হবে। তিন দিন আগ থেকেই মানুষ আসবে।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশের মিডিয়া সেলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গণসমাবেশ,বিএনপি,রাজশাহী,মিজানুর রহমান মিনু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close