• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৬ বছর পর বিএনপির কার্যালয়ে যাবেন অলি

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২২, ২৩:৪২
নিজস্ব প্রতিবেদক

হামলায় ক্ষতিগ্রস্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এর আগে ২০১৪ সালে কার্যালয়ের সামনে খালেদা জিয়ার উপস্থিতিতে ২০ দলীয় জোটের এক সমাবেশে গেলেও ভেতরে প্রবেশ করেননি তিনি।

অলি আহমদ বীর বিক্রমের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিষয়টি সোমবার (১২ ডিসেম্বর) নিশ্চিত করেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক।

সালাউদ্দিন রাজ্জাক বলেন, অলি আহমদ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে যাবেন। বিএনপি ত্যাগ করার ১৬ বছর পর তিনি বিএনপি কার্যালয়ে যাচ্ছেন। এসময় তার সঙ্গে এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপি অফিসে পুলিশি অভিযানের সমালোচনা করে অলি আহমদ এক বিবৃতিতে বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অলি আহমদ বীর বিক্রম,বিএনপি,এলডিপি,কার্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close