• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২২, ১৫:৫০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:২১
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হওয়া এই কাউন্সিলে যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমনমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করছেন তিনি।

অধিবেশনে প্রত্যেক বিভাগ থেকে দলের একজন করে নেতা বক্তব্য রাখছেন। কাউন্সল অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন অর্থাৎ নতুন কেন্দ্রীয় কমিটি (কার্যনির্বাহী সংসদ) নির্বাচন হবে ৷

এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে ৷ এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

কমিশনের অন্য দুই সদস্য হলেন- মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু। এ অধিবেষণে ৭ হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন ৷

সকাল সড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এ অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতির বক্তব্যের পর দুপুরের খাবারের বিরতি দেওয়া হয় ৷

দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ছয়টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

২০১৯ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিলো, ২০ ও ২১ ডিসেম্বর, সেই সম্মেলনে ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অধিবেশন,কাউন্সিল,সম্মেলন,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close