• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিএনপি সংখ্যালঘু শব্দ কখনোই ব্যবহার করে না: খসরু

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৩, ২০:১০
নিজস্ব প্রতিবেদক

বিএনপি সংখ্যালঘু শব্দ কখনোই ব্যবহার করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুভ বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিএনপি নেতারা শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু শব্দ কখনোই ব্যবহার করে না। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান। সেই পার্থক্য ঘুচিয়ে দিতেই রেইনবো নেশন গঠন করতে চায় বিএনপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া প্রমুখ।

এ সময় বিএনপির ২৭ দফার ঘোষণাপত্র খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের কাছে বিলি করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ব্যবহার,শব্দ,বিএনপি,সংখ্যালঘু,আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close