• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই-সংগ্রাম চলবে’

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা জনগণকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে মুক্ত করতে চাই, আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। এই মুক্তি আমরা যতোক্ষণ না পর্যন্ত নিশ্চিত করতে পারবো, ততোক্ষণ পর্যন্ত আমাদের লড়াই-সংগ্রাম চলবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে সন্ধ্যায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জামিনে মুক্তি পাওয়ার পর নয়াপল্টনে গেলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গয়েশ্বর রায় বলেন, আজকে খন্দকার আবু আশফাক জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এটা একদিকে আনন্দের, আবার আনন্দের নয়। কারণ, সারা জাতি আজকে বন্দি।

তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া এখনো বন্দি। আমার নেত্রী যেখানে বন্দি, সেখানে আমাদের সাময়িক মুক্তি- এটা মুক্তি না। হয়তো আবার কয়েকদিন পরে জেলখানায় যেতে হবে। জনগণ এই ফ্যাসিবাদের হাত থেকে চিরস্থায়ী মুক্তি চাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংগ্রাম,লড়াই,জনগণ,মুক্তি,বিএনপি,গয়েশ্বর চন্দ্র রায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close