• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের অবস্থা ভয়াবহ হলে দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে: দুলু

প্রকাশ:  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আশাদুল হাবিব দুলু বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য কমানোর দাবি মানা যদি না মানা হয়, আর এর ফলে যদি দেশের অবস্থা ভয়াবহ হয় তবে তার দায়-দায়িত্ব সরকার ও শেখ হাসিনাকে নিতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি ও তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিএনপির পদযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আশাদুল হাবিব দুলু বলেন, বিএনপি শান্তি সমাবেশ দেওয়ার কারণে সরকার ভয়ে নার্ভাস হয়ে গেছে। তারা শান্তি সমাবেশের নামে বিরিয়ানি, টাকা, চাকরির লোভ দেখিয়েও জনগণকে আনতে পারেনি।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য কমানোর দাবি মানা যদি না মানা হয়, আর এর ফলে যদি দেশের অবস্থা ভয়াবহ হয় তবে তার দায়-দায়িত্ব সরকার ও শেখ হাসিনাকে নিতে হবে।

পূর্বপশ্চিমবিডি/ এসএম

সরকার,দায়-দায়িত্ব,ভয়াবহ,দেশ,আশাদুল হাবিব দুলু,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close