• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ. লীগের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে: আমির খসরু

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৩, ২৩:১৭
চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন রোজা হলেও আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। চট্টগ্রামের বিশাল সমাবেশ থেকে আন্দোলনের শুরু হয়েছিলো। এই বীর চট্টলা থেকেই পরবর্তী চূড়ান্ত আন্দোলনের যাত্রা হবে। ভোট চুরি করে আর পার পাওয়া যাবে না, দেশের মানুষ অনির্বাচিত সরকারকে চায় না।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরের কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণ করছেন তাদের ক্ষমা করা হবে না। নির্যাতন হচ্ছে গুম হচ্ছে। নানান কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের অসহায়ত্ব এখন প্রকাশ পাচ্ছে।

তিনি বলেন, চরম আন্দোলনের প্রস্তুতি রাখতে হবে। দেশের মানুষ ভালো নেই, সবাই তাকিয়ে আছে শেখ হাসিনার পতনের দিকে। টিসিবির লম্বা লাইনেই আওয়ামী উন্নয়নের জলন্ত উদাহরণ। বিনা আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার নজির সারা দুনিয়ার কোথাও নেই। আন্দোলনের মাধ্যমে এই রেজিম সরকারের পতন ঘটাতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চট্টগ্রাম,আমির খসরু মাহমুদ চৌধুরী,বিএনপি,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close