• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তারেক-জোবাইদাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি

প্রকাশ:  ১১ আগস্ট ২০২৩, ০৯:২৪
পূর্বপশ্চিম ডেস্ক

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। স্মারকলিপিতে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করাসহ কয়েকটি দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল মোমেনের কাছে এই স্মারকলিপি দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন, আইনজীবী মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন ও মৃণাল কান্তি জোয়ারদার।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্মারকলিপিতে সই করেছেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জিয়াউর রহমানকে ‘খুনি’ উল্লেখ করে তার মরণোত্তর বিচার ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানানো হয়।

তারেক জিয়া,যুবলীগ চেয়ারম্যান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close