কর্মী সম্মেলনে কাদের সিদ্দিকী
ইয়াহিয়া খানও চেয়েছিলো, কিন্তু মাটি পায় নাই

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিএনপি’র ভাইয়েরা একবারের জন্যেও বলে নাই হাওয়া ভবন করে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে ক্ষমা চাই। ওনারা খুব পুপলার। ওনারা নাকি আগামী সাপ্তাহে প্রাধানমন্ত্রী হবেন। আচ্ছা হয়ে দেখান, ইয়াহিয়া খানও চেয়েছিলো। কিন্তু মাটি পায় নাই। বাংলার মানুষের মতামত ছাড়া, বাংলার মানুষের ইচ্ছে ছাড়া বাংলার মাটি কেউ পাবে না।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার শালগ্রামপুর বাজারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্পর্কিত খবর
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না এটা বড় কথা নয়। বড় কথা হলো ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিবে, ঈদের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। সেই ভোটে যদি আপনি জিতেন তাহলে আপনি নেতা হবেন। কিন্তু চুরি করা যাবে না।
তিনি বলেন, স্বাধীনতাকে যারা ক্ষুণ্ণ করতে চায়, স্বাধীনতাকে যারা ধ্বংশ করতে চায়, তারা আইয়ুব খানের সন্তান হলেও বাংলাদেশে তাদের জায়গা নাই। আমেরিকা, চীন, মিডলিস্ট সারা দুনিয়া যদি আসে তবুও বাঙ্গালিদের সাথে তারা পারবে না। বাংলাদেশ আমাদের দেশ, আমরা আমাদের ইচ্ছে মতো যাকে পছন্দ তাকে দিয়ে দেশ চালাবো।
পূর্বপশ্চিমবিডি/এসএম