বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে: মায়া

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন,সন্ত্রাসী কার্যক্রমের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তবে এই আতঙ্ক করে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোনো বাধা, কোনো ষড়যন্ত্রই টিকবে না। যতোই বিদেশিদের কাছে নালিশ করুক আর ধর্না দিক। যদি জনপ্রিয়তা না থাকে, মাঠে যদি তারা না থাকে, জনগণ কখনো তাদের পক্ষে রায় দিবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আমরা জনগণের অধিকারে বিশ্বাসী।
পূর্বপশ্চিমবিডি/এসএম