• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান দরকার: মেনন

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪০
নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধান দরকার বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।

রাশেদ খান মেনন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি বড় অর্জন। চুক্তির একটি বড় দিক ছিলো বেসামরিকিকরণ। কিন্তু আমার মনে হচ্ছে সেকানকার রাজনৈতিক অস্থিরতার দোহায় দিয়ে সেখানে এখন উল্টো সামরিকায়ন বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সামরিক সমাধান নেই, রাজনৈতিক সমাধান করতে হবে।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে আওয়ামী লীগসহ অন্যান্য দলগুলোকেও যুক্ত করা যায় কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। কেননা, আমাদের দেশের বাস্তবতায় বাম-প্রগতিশীল দলগুলোর যে শক্তি-সামর্থ্য সেটা এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে যথেষ্ট নয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সমাধান,পার্বত্য চট্টগ্রাম,সমস্যা,রাজনৈতিক,ওয়ার্কার্স পার্টি,রাশেদ খান মেনন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close