• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইনের সাথে সচেতনতায় বাল্য বিবাহ হ্রাস করা সম্ভব- শাজাহান খান

প্রকাশ:  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০২
মাদারীপুর প্রতিনিধি

জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার কারনে এদেশে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে। আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরণ সংক্রান্ত পর্যালচোনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ থাকায় শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে তাই বাল্য বিবাহ বিগত সরকারের আমল থেকে অনেক কমেছে। আর বাল্য বিবাহ কমাতে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকলকে সচেতন হতে হবে। শুধু আইনের সাথে সচেতনতায় বাল্য বিবাহ হ্রাস করা সম্ভব।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈনউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা( ভারপ্রাপ্ত) মাহামুদা আক্তার কনা, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বাল্যবিবাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close