• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাভারে কাউন্সিলরের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগ

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৩, ২৩:০৬
সাভার প্রতিনিধি

সাভারে পৌরসভার কাউন্সিলরের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগেরে সভাপতিকে মারধরের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

বুধবার সকালে সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের শাহীবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সুজন আহমেদ রানা। তিনি সাভার সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

হামলার শিকার সুজন আহমেদ রানা জানান, রাজনীতির পাশাপাশি আমি সাভার পৌরসভার শাহীবাগে সেলিনা ষ্টীল কিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি।

ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর সেলিম মিয়া আমার কাছে ৫লাখ টাকা চাদাঁ দাবী করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে এসে ফের চাঁদার টাকা দাবী করলে আমি তা দিতে অপরাগতা প্রকাশ করি। এসময় সেলিম মিয়াসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন সন্ত্রাসী লোহার রড, পাইপ দিয়ে আমাকে এলোপাথারি মারধর করে। এসময় তারা আমার প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুরসহ ক্যাশ বাক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।

সাভার পৌরসভার কাউন্সিলর সেলিম মিয়ার সাথে এ ব্যাপারে জানতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কাউন্সিলর,সেচ্ছাসেবক লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close