• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারো বৈঠক করলো আ. লীগ-জাতীয় পার্টি

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৭
নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে জাতীয় পার্টির সঙ্গে আবারো বৈঠক করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বনানীর একটি বাড়িতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জাতীয় পার্টির পক্ষে দলের ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদ।

আলোচনার বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গণতান্ত্রিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। সারা দেশে যেভাবে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত কীভাবে রাখা যায় এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন কীভাবে করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। এ আলোচনা চলমান থাকবে। আগামীকাল ও পরশু আবার আলোচনা হতে পারে।

পূর্বপশ্চিমবিড/এসএম

জাতীয় পার্টি,বৈঠক,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close