• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে খেলবেন ব্যারিস্টার সুমন

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ হবিগঞ্জের চার আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এসময় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে নৌকা, জাপার প্রার্থীদের মধ্যে লাঙ্গল ও অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে নিজ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী পেয়ছেন ঈগল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ পেয়েছেন ট্রাক প্রতীক। হবিগঞ্জ-২ আসনে বর্তমান এমপি আব্দুল মজিদ খান পেয়েছেন ঈগল ও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ঈগল প্রতীক।

প্রতীক বরাদ্দের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ সকল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন,ব্যারিস্টার সুমন,হবিগঞ্জ-৪
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close