• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টাঙ্গাইলে মাথায় কাফনের কাপড় বেঁধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০২৩, ২১:২৪
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। এই প্রার্থীর দাবি, প্রতিপক্ষের হামলায় কর্মীরা আহত হওয়ায় তিনি এভাবে প্রচার চালিয়েছেন।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে গোপালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এভাবে প্রচারণা চালান তিনি।

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। সবশেষ একই পদ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। তিনি আওয়ামী লীগের নেতা।

এই প্রার্থী বলেন, ‘‘প্রচারণার শুরু থেকেই প্রতিপক্ষের সমর্থকরা আমার ওপর হামলা করেছে। রাতে আমার ব্যানার পোস্টার নষ্ট করা হয়েছে। বহু নেতাকর্মী আহত হয়েছেন। তাই আমি মাথায় কাফনের কাপড় পরে প্রচারণা করছি।’’

নির্বাচনি প্রচারে তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,টাঙ্গাইল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close