• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভোট চাইতে গিয়ে কাঁদলেন, ভোটারদের কাঁদালেন এমপি দুদু

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:১১
গোলাপ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে নৌকার নির্বাচনী পথসভায় হাজার হাজার ভোটারদের মাঝে আবারও নৌকা মার্কায় ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে জয়পুরহাট-১ আসনের সাংসদ ও নৌকা মার্কার এমপি প্রার্থী আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু নিজে কাঁদলেন ও ভোটারদের কাঁদালেন।

তিনি বলেন, সন্মানিত ভোটার ভাইয়েরা। এবার আমার জীবনের শেষ নির্বাচন। আমি এমপি থাকায় অবস্থায় এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মন্দির সহ ব্যাপক উন্নয়ন করেছি। এমপি থাকাকালীন কাউকে অন্যায়ভাবে অত্যাচার করিনি, সব সময় জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। তারপরও যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। সেই সঙ্গে (৭ জানুয়ারী) নির্বাচনে ভোটকেন্দ্রে এসে শেষ বারের মতো আমাকে এমপি নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দিবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জয়পুরহাট-১ আসনে নৌকা মার্কার নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এমপি দুদু এসব বলেন।

নির্বাচনী পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার শাহ, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডলসহ জেলা-উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নৌকার মার্কার নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, স্থানীয় কিছু নেতা আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ভোটারদের টাকা দিয়ে ভোট কিনাসহ নানা রকমের মিথ্যে প্ররোচণা দিচ্ছেন তারা।

এসময় নেতাকর্মীদের সজাগ থাকতেও বলেন নেতাকর্মীরা। রাতের আঁধারে পাড়া মহল্লায় গিয়ে যেন কোনো প্রার্থী ভোট কিনতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। সবশেষে (৭ জানুয়ারি) নির্বাচনে উন্নয়নের স্বার্থ আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন তারা।

রাজনীতি,আওয়ামী,প্রচারণা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close