• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খেলাই হলো না কাদেরের আসনে

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিশাল ব্যবধানে আবারও জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (৭ জানুয়ারি) রাতে এই আসনের ১৩২টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়। রাত ৮টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ওবায়দুল কাদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

ফল অনুযায়ী, সবগুলো কেন্দ্র মিলিয়ে ওবায়দুল কাদের পেয়েছেন এক লাখ ৮১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯,৭০২ ভোট।

এই আসন থেকে সাতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওবায়দুল কাদের। এ নিয়ে জিতেছেন পাঁচবার।

এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাকিল মাহমুদ চৌধুরী ছড়ি প্রতীকে পেয়েছেন ২,১৩০ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা চেয়ার প্রতীকে পেয়েছেন ১,৪৯৩ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ মকছুদের রহমান মশাল প্রতীকে পেয়েছেন ২,১৩২ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,ওবায়দুল কাদের,আওয়ামী লীগ,নোয়াখালী,ভোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close