• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাস্তায় আছে, থাকবে: ফারুক

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, দেশের মানুষ এখন জেগে উঠেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাস্তায় আছে এবং থাকবে।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, এ নির্বাচনে ২ থেকে ৪ শতাংশ ভোটও পড়েনি। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আমরা প্রত্যাখ্যান করছি। স্বৈরাচারী কায়দায় আবারো সরকার পরিচালিত হবে। জনগণ কখনো এ সরকারকে মেনে নেবে না।

তিনি বলেন, এরশাদও ৮৬ সালে নির্বাচন করেছিলো। কিন্তু সেই নির্বাচনও জনগণ মেনে নেয়নি। আপনারাও ক্ষমতায় জোর করে ছিলেন। এবার ২০২৪ সালের ৭ জানুয়ারি তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা যে ভোটারবিহীন নির্বাচন করেছেন, তার মাধ্যমে আপনারা সরকার গঠন করতে পারবেন না।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জয়নুল আবদিন ফারুক,বিএনপি,রাস্তা,গণতন্ত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close