• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১১ আসনে জয়ী জাপা প্রধান বিরোধী দল হওয়ার ‘স্বপ্নে বিভোর’

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি তাদের চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে।

এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার স্পিকারের। তিনি সম্মতি দিলেই কেবল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন জাপার প্রায় ছয় গুণ বেশি সংসদ সদস্য। ফলে বিরোধী দল কারা হচ্ছে এ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলনিরপেক্ষ সংসদ সদস্যরা জোটবদ্ধ হলে তারাই হতে পারে সংসদের প্রধান বিরোধী দল।

এদিকে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।

জাতীয় পার্টি,সংসদ সদস্য,জাতীয় সংসদ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close