• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জনগণের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক গভীর হয়েছে আ. লীগের সঙ্গে: রিজভী

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২৪, ২০:০০
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক গভীর থেকে আরো গভীর হয়েছে, ক্রমেই শক্তিশালী হচ্ছে। আমরা বলতে চাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই কথা আংশিক সত্য। সম্পর্ক গভীর হয়েছে ঠিকই, তবে সেটি বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে।”

সোমবার (২২ জানুয়ারি) বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রুহুল কবীর রিজভী বলেন, “আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা এবং ভোটের অধিকার।”

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, “দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনার স্তরে সুবিচার বলে কিছুই নেই। তিনি দ্রুত হিংসার প্রয়োগে পারঙ্গম, তিনি গণতন্ত্রকে বিকলাঙ্গ করে এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছেন দেড় দশক ধরে।”

তিনি বলেন, “৭ জানুয়ারি নির্বাচনের পরে তিনি ভয়াবহ একক কতৃর্পক্ষ হয়ে উঠেছেন। স্বৈরশাসকদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ না করে তিনি দেশকে অনিবার্য ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।”

রিজভী,বিএনপি,সংবাদ সম্মেলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close