• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সীমান্তে মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার নির্বিকার: এবি পার্টি

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

আমার বাংলাদেশ (এবি) পার্টি বলেছে, ভারত ও মিয়ানমার সীমান্তে প্রায় একই সময় বাংলাদেশের নাগরিক নিহত হয়েছে, কিন্তু সরকার নির্বিকার। সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বিজিবিরও কোনো কার্যকর ভূমিকা নেই।

আজ বুধবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে দলটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বেলা সাড়ে তিনটায় বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এবি পার্টি বলেছে, বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ ধর্ষণ হচ্ছে, পুলিশ বা প্রশাসন সাক্ষী গোপাল হয়ে আছে! পুলিশ-বিজিবির অ্যাকশন শুধু বিরোধী দল দমনের জন্য। নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি সরকারের জবাবদিহির কোনো দায় নেই। সরকারের পররাষ্ট্রনীতি নতজানুর নীতিতে আচ্ছন্ন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, এ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে সর্বাত্মক ঐক্য ও সংগ্রাম প্রয়োজন। সবাইকে দল–মতের ঊর্ধ্বে উঠে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব মিনার, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

নিরাপত্তা,সীমান্ত,এবি পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close