• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ ম রেজাউল: শেখ হাসিনার সরকার গরীব বান্ধব

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০ | আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদকে উন্নত করার জন্য শহরের সুবিধা গ্রামে এই কর্মসূচি নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তার চেয়ে বেশি জনকল্যাণকর কাজ কেউ করেনি। তার সরকার গরীববান্ধব সরকার।’’

বুধবার (৮ ফেব্রুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের এস এস শেখ মাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘‘শেখ হাসিনার কারণে আমরা পদ্মা সেতু পেয়েছি। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, পিচ ঢালা রাস্তা হচ্ছে, স্কুল কলেজ মন্দির মসজিদের উন্নয়ন হচ্ছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে। বিধবা স্বামী পরিত্যাক্তাদের ভাতা দেয়া হচ্ছে। ’’

তিনি বলেন, ‘‘অসহায় মানুষের কাছে শেখ হাসিনার সাহায্য পৌছে দেয়া হচ্ছে। করোনায় সময় একটা মানুষ না খেয়ে, চিকিৎসার অভাবে মারা যায়নি। এ ভাবে শেখ হাসিনা গোটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দেশি এবং বিদেশি সবাই এক হয়েছিলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ,সংসদ সদস্য,শ ম রেজাউল করিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close