• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিজভী: আমরা আজও গণতন্ত্রহারা-অধিকারহারা

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১২
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আ‍মরা মনে করি, আমরা আজও গণতন্ত্রহারা, আজও অধিকারহারা।”

বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “যেভাবে হানাদার শক্তি আমাদের ভাষার অধিকারকে আত্মসাৎ করেছিল, হরণ করেছিল। ঠিক একইভাবে দেশীয় হানাদার শক্তি জনগণের ভোটাধিকার, জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকটি অধিকার হরণ করে একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে।”

তিনি বলেন, “একদফার যে আন্দোলন বিএনপিসহ সমমনা দলগুলোর, সেই আন্দোলনের অন্তর্নিহিত যে চেতনা আমাদের তাগিদ দেয়, সেটা হচ্ছে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। মানুষের বাক-স্বাধীনতাকে বিজয়ী করতে হবে। সেই বিজয়ের সংগ্রামে আমরা এখন লিপ্ত আছি।”

তিনি আরও বলেন, “আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংগ্রামী চেতনা; এই সবকিছুকে ঘিরে আছে বায়ান্নর একুশের ফেব্রুয়ারির আত্মদান।”

বিএনপি,রুহুল কবির রিজভী,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close