• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মহিলা দলের র‌্যালিতে পুলিশের বাধা

প্রকাশ:  ০৮ মার্চ ২০২৪, ১৭:৫৭
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের র‍্যালিতে পুলিশি বাধার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে মহিলা দলের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে র‌্যালি বের করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এদিকে, মহিলা দলের র‌্যালি ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। এছাড়া প্রিজন ভ্যান, জলকামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারও (এপিসি) রাখা হয়।

বিএনপি,আন্তর্জাতিক নারী দিবস,র‍্যালি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close