• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খসরুসহ বিএনপির ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন

প্রকাশ:  ২৭ মার্চ ২০২৪, ২৩:৩৭
পূর্বপশ্চিম ডেস্ক

৯ বছর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির ৪৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

বুধবার (২৭ মার্চ) চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুল আরেফীন এ চার্জগঠন করেন।

আমীর খসরুর আইনজীবী অ্যাডভোকেট মুফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুনানিতে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত তা নাকচ করে চার্জগঠন করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের কাজীর দেউড়িতে সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে চারদলীয় জোট নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০২ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় ৪৫৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। বুধবার এ মামলার শুনানি শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৪৫৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

চট্টগ্রাম,বিএনপি,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close