• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৯, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে মনোনিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

পিবিডি/এসএম

রাঙ্গা,জাতীয় পার্টি,রাজনীতি,বিরোধীদল,মশিউর রহমান রাঙ্গা,এইচ এম এরশাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close