• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাতেও ভারত যেতে দেওয়া হয়নি বিএনপি নেতা মিন্টুকে

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০১:৪৫
নিজস্ব সংবাদদাতা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে বিকেলের মতো রাতেও ভারত যেতে বাধা দেওয়া হয়েছে। মিন্টুর ব্যক্তিগত সহকারী মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার রাত ৯টায় ইন্ডিয়ান এয়ারওয়েজের ফ্লাইট ২২৯-এ তার ভারত যাওয়ার কথা ছিলো। কিন্তু যেতে দেওয়া হয়নি।

মামুন বলেন, বিকেলে ভারত যেতে বাধা দেওয়ার পর রাত ৯টায় আবদুল আউয়াল মিন্টু একটি ফ্লাইট বুকিং দেন। কিন্তু রাতেও তাঁকে ভারত যেতে বাধা দেওয়া হয়। স্যার রাতের ফ্লাইটে ভারত যাওয়ার সময় এয়ারপোর্টে যান। কিন্তু এখনও তাঁকে ভারত যেতে দেওয়া হয়নি। এখন আমরা ব্যাক করে বাসায় এসেছি।

এর আগে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ভারত যেতে দেওয়া হয়নি। বিকেল ৫টায় জেট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তাদের ভারত সফরে যাওয়ার কথা ছিলো।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ব্যক্তিগত সফরে দুইদিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম, সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

পিবিডি/রবিউল

বিএনপি,আবদুল আউয়াল মিন্টু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close