• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়া জেলখানায় মানে দেশ বসবাসের অযোগ্য: দুদু

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৭:৪৩ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:৪৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জেলখানায় থাকা মানে, এদেশে কোনও আইনের শাসন নাই। ম্যাডাম জেলখানায় থাকার অর্থ, এই দেশ বসবাসের অযোগ্য একটি দেশ।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সে মামলায় তিনি নিম্ন আদালতে বেকসুর খালাস পেয়েছিলেন। পৃথিবীর কোনও সভ্য দেশে পাবেন না হাই কোর্টে গিয়ে সেই সাজা সর্বোচ্চ হয়। তাকে তাই দেওয়া হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে ৭১ বছর বয়সে কারাগারে বন্দি করে রেখেছে। আদালত থেকে তাকে সুচিকিৎসা দেওয়ার কথা বললেও তাকে দেওয়া হচ্ছে না। তাকে চিকিৎসা না দেওয়া জাতিগত দৈন্যতা। আমি সরকারের এই নৃশংসতার প্রতিবাদ জানাই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, আপনারা ঐক্যবদ্ধ হন। যেদিন বিএনপি থেকে ঘোষণা আসবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কৃষকদলের যুগ্ম-আহবায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, নাজিম উদ্দীন মাস্টার, মাইনুল ইসলাম, মো.আলিম হোসেন,অধ্যাপক সেলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু, মিয়া মো.আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি প্রমুখ বক্তব্য রাখেন।


/পিবিডি/একে

খালেদা জিয়া,শামসুজ্জামান দুদু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close