• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাবির প্রথম নারী প্রক্টর হলেন সীমা ইসলাম

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৭ | আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৫১
ঢাবি প্রতিনিধি

এই প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলাম সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (৩ ডিসেম্বর) সদ্য নিয়োগ পাওয়া সীমা ইসলাম কাজে যোগ দেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। সীমাকে সহকারী প্রক্টর করে আমরা সেদিকে আরও এগিয়ে গেলাম।’

নিয়োগ পাওয়া সহকারী অধ্যাপক সীমা ইসলাম বলেন, আমি খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী অনেক। তারা পুরুষ প্রক্টরের কাছে সবকিছু শেয়ার করতে পারেন না।

প্রসঙ্গত, সীমা ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

/রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়,অধ্যাপক সীমা ইসলাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close