• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতে ১৪ বাংলাদেশি আটক

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ১৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) আহমেদাবাদের দানিলিমদা এলাকায় সুয়েজ ফার্ম নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন। প্রতিবেদনে ১৪ বাংলাদেশির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, জুলফিকার রহমান (২৪), আখতারুল মজিদ (২৮), মতিয়ার ফজল গাজি (৩৪), মোহাম্মদ হামিম আবদুল হক ফকির (২৬), ফকির আজিজ শেখ (৪৫), আশরাফুল মোল্লা (৩৫), আরিফ শেখ (৩০), মোহাম্মদ আনিস (৫১), ফারুক মোল্লা (২৪), ইব্রাহিম শেখ (২৫), জামাল আসাফ সাদর (৩০, মোহাম্মদ লিয়াকত খান (২৫), মোহাম্মদ আলামিন (২৪) ও সাগর মোড়ল (২৫)।

তারা শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং দলবদ্ধ হয়ে অবস্থান করছিলেন নারোদা, ওধ্বাভ ও ভাতভা এলাকায়। পিবিডি/মিশু

ভারত,বাংলাদেশি,আটক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close