• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১৩ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর

সে এক হৃদয়বিদারক দৃশ্য

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১১:৩৩
এস.এ প্রিন্স, নীলফামারী

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন। সেই শ্রমিকরা শনিবার (২৬ জানুয়ারি) সকালে বাড়ি ফিরলেন । কিন্তু অন্য দিনের মতো নয়। আজ তাদের দেখার জন্য আগে থেকেই অপেক্ষা করছেন এলাকাবাসী। কিন্তু সবাই ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে আছেন। কারণ এটাই যে শেষ দেখা। আর কোনোদিন তাদের দেখা মিলবে না।

তাই তো কাভার্ডভ্যান থেকে যখন তাদের নামানো হচ্ছিল তখন চারদিক থেকে ভেসে আসলো কান্নার রোল। শুধু কি জ্ঞাতিগোষ্ঠী, রাজবাড়ি কর্নময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যারা উপস্থিত ছিলেন তাদের কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।

হ্যাঁ পাঠক, বলছি সেই ১৩ হতভাগ্য শ্রমিকের কথা। যারা শুক্রবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবোঝাই ট্রাকের চাপায় মারা যান। সেখানেই কাজী ব্রিকস ফিল্ডে কাজ করতেন তারা। সারাদিনের খাটুনি শেষে পরিশ্রান্ত শরীরগুলো যখন অঘোর ঘুমে, ঠিক তখনই ইটভাটারই কয়লাবোঝাই ট্রাক উল্টে তাদের ওপর পড়ে। এরপর আর তাদের ঘুম থেকে জেগে উঠা হয়নি।

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা তারা সবাই। আজ সকালে তাদের লাশ উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্নময়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করে জেলা ও উপজেলা প্রশাসন।

পিবিডি/পি.এস

এস.এ প্রিন্স, নীলফামারী,নীলফামারী,শ্রমিক,পরিবার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close