• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সাইবার ইউনিটে আসুন, সেবা নিন’

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০১৯, ১০:৫০
কুসুম শিকদার

সাইবার হ্যারেইজমেন্ট আমাদের দেশে যেভাবে বেড়ে যাচ্ছে তা আজ নিজে ভিক্টিম হয়ে ডিএমপি এর সাইবার ইউনিটে গিয়ে দেখে আসলাম। যাই হোক কিছু ডেভিয়েটেড ছেলে বাজে কিছু প্রস্তাব নিয়ে আমার ফেইসবুক আইডি হ্যাক করার কথা বলে হুমকি দেয় এবং ব্ল্যাকমেইল করতে থাকে। ডিএমপি এর সাইবার ইউনিট অত্যন্ত দক্ষতার সাথে সব থ্রেট কে ডিফিউজ করে দিল এক ধরনের মোরাল পুলিশিং এর মাধ্যমে।

আপাততঃ আমার আর ঝুঁকি না থাকলেও অন্যদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের profile নিরাপদ করা। আমাদের দেশের পুলিশ আজ অনেক এগিয়েছে, সাইবার ইউনিটে আসুন, সেবা নিন। ধন্যবাদ সাইবার ক্রাইম ইউনিট!!

সম্পর্কিত খবর

    আর তোমরা যারা এই ভাবে সাইবার স্পেইস টা কলুষিত করছো, আমি মানছি তোমরা মেধাবী, তোমাদের মেধার স্মারক রাখো দেশ ও জাতি গঠনে, তবেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো।

    ধন্যবাদ Md Najmul Islam ভাই। আপনি ও আপনার সিনিয়র অফিসারসহ এই ইউনিট হয়ে উঠুক আস্থার প্রতিক।

    (ফেসবুক থেকে সংগৃহীত)


    পিবিডি/এসএম

    সাইবার ইউনিট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close