• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘরোয়া লিগ নিয়ে ব্যস্ত মেসি, রোনালদো

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৯, ১২:১৮
স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর টানা চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এ বছরের মতো শেষ। যা নিয়ে মারাত্মক হতাশ পর্তুগিজ তারকা। সেটা পরিষ্কার হয়েছে রোনালদোর মা দোলোরেস আভেইরোর কথায়, ‘‘খুব দুঃখ পেয়েছে ক্রিশ্চিয়ানো। কারণ, এ বার জুভেন্টাসের হয়ে ফাইনাল খেলতে পারলে ও সব চেয়ে খুশি হত।’’

সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়ে সেমিফাইনালে চলে গিয়েছেন লিয়োনেল মেসি।

সম্পর্কিত খবর

    আপাতত বিশ্ব ফুটবলের দুই সেরা তারকাই ব্যস্ত ইটালি ও স্পেনের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ‘সেরি আ’-তে এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস শীর্ষে। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮৪। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৬৭। অর্থাৎ রোনালদোরা এগিয়ে ১৭ পয়েন্টে। আজ, শনিবার তুরিনে রোনালদোদের প্রতিপক্ষ ফিয়োরেন্তিনা। যে ম্যাচ ড্র করলেই টানা আট বার সেরি আ চ্যাম্পিয়ন হয়ে যাবে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। সি আর সেভেনও ফুটছেন প্রথম বার ইটালির ক্লাবে খেলতে এসে ‘সেরি আ’ জিতে মৌসুমে শেষ করতে। লা লিগায় ৩২ রাউন্ডের পরে লিয়ো মেসির বার্সেলোনাও শীর্ষে। তাদের পয়েন্ট ৭৪। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো দে মাদ্রিদের পয়েন্ট ৬৫। শনিবার রাতে বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিদাদ। তার পরে খেলতে হবে আলাভেস ও লেভান্তের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। গত এগারো বছরে আট বার। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘‘লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতাতেই এখনও অনেক পথ যেতে হবে। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close