• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৬ ফুটবলার টিকা নেননি, বাংলাদেশের ইন্দোনেশিয়া সফর বাতিল

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ২২:৫৪
স্পোর্টস ডেস্ক

দুটি ফিফা প্রস্তুতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নতুন কোচ জাভিয়ের কাবরেরাও আসছেন দুই দিন পর। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আসন্ন ইন্দোনেশিয়া সফর। কিন্তু করোনাভাইরাস বিধিনিষেধের কারণে এটি বাতিল করতে বাধ্য হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ জাতীয় দলের সব খেলোয়াড়ের দুই ডোজ টিকা দেওয়া হয়নি।

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ম্যাচ দুটি হওয়ার কথা ছিল। এই সফর সামনে রেখে ১৫ জানুয়ারি জাতীয় দলে যোগ দিতে আসবেন নতুন স্প্যানিশ কোচ। কিন্তু ইন্দোনেশিয়ার ফুটবল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বাংলাদেশ বহরের প্রত্যেকের দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। এই সফরের জন্য বাফুফে যে দল বাছাই করেছিল, তাদের মধ্যে ৬ জন টিকাই নেননি। আর সাতজনের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। কেবল ১৫ জন দুই ডোজ টিকা নিয়েছেন।

এক ভিডিও বার্তায় এই বিষয় জানান জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ায় দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। নতুন কোচও আসছেন ১৫ জানুয়ারি। কিন্তু ইন্দোনেশিয়া জানাল, দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাইকে দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কিন্তু আমরা যে তালিকা তৈরি করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি তাদের মধ্যে ১৫ জনের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। সাতজনের এক ডোজ টিকা নেওয়া এবং ৬ জন টিকা নেননি। এই পর্যায়ে এসে আমাদের ইন্দোনেশিয়ায় সফর করা সম্ভব হচ্ছে না।’

তবে এই দুটি ম্যাচ পরে খেলার ব্যাপারে আশাবাদী কাজী নাবিল, ‘আমরা তাদের জানিয়ে দিব যে, আমরা আসতে পারছি না। আশা করি আগামী মার্চের উইন্ডোতে সবার টিকাকরণ নিশ্চিতের পর এই দুটি ম্যাচ খেলতে পারব।’

পিপি/জেআর

টিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close