• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয়ের দেখা পেলো মেসি-নেইমারবিহীন পিএসজি

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১১:৪০ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:৩২
স্পোর্টস ডেস্ক

টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে লিগ ওয়ানে জয়ে ফিরেছে পিএসজি। শনিবার (১৫ জানুয়ারি) রাতে নিজেদের ঘরের মাঠে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।

করোনায় আক্রান্ত হয়ে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চোটের কারণে ছিটকে গেছেন নেইমারও। মেসি-নেইমারবিহীন ম্যাচে গোল দু’টি এসেছে এমবাপ্পে ও থিলো কেহরারের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে পিএসজি। কিন্তু পিএসজির অনেক আক্রমণই রুখে দিতে পেরেঠে ব্রেস্ত। সারা ম্যাচে অন্তত ৯টি শট তারা করেছিল ব্রেস্তের লক্ষ্য বরাবর। ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে ২টি গোল দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পচেত্তিনোর শিষ্যদের।

৩২তম মিনিটে জর্জিনিয়ো উইজনাল্ডুমের পাস থেকে বল পেয়ে ডানপায়ের জোরালো শটে জাল কাঁপান এমবাপ্পে। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের। ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দ্বিগুণ হতে পারতো ব্যবধান। কিন্তু আনহেল দি মারিয়ার পাসে মার্কো ভেরাত্তির ডান পায়ের শট পোস্টে লাগে। ৫৩ মিনিটের সময় সফল হয় পিএসজি। দ্বিতীয় গোলটি করেন কেহরার। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নুনো মেন্দেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন কেরার।

৭৪তম মিনিটে দি মারিয়াকে তুলে নিয়ে সের্হিও রামোসকে নামান পিএসজি কোচ। এ সময় পিএসজির বেধ কয়েকটি আক্রমণ প্রতিহত করে ব্রেস্তের ডিফেন্ডার।

মার্কিনিয়োসের হেড গোললাইন থেকে হেডেই ফেরান ব্রেস্তের এক ডিফেন্ডার। ফিরতি বলে মাউরো ইকার্দির প্রচেষ্টা ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন গোলরক্ষক। এভাবেই রেফারির শেষ বাঁশি বাজানো পর্যন্ত আর কোনো গোল হজম করেনি ব্রেস্ত।

এই জয়ের ফলে লিগে পঞ্চাশ পয়েন্ট পূরণ হয়েছে পিএসজির। লিগের ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। ব্রেস্ত ২১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩ নম্বরে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

পিএসজি,মেসি-নেইমার,জয়,লিগ ওয়ান,ব্রেস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close