• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বয়স চুরি

পাকিস্তানে দুই ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫০
স্পোর্টস ডেস্ক

বয়স চুরির কারণে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুইটি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে বয়স পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

গত ১১ জানুয়ারি থেকে মুলতান ও করাচিতে হচ্ছিলো অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এ দুই টুর্নামেন্ট। কিন্তু এর চেয়ে বেশি বয়সের ছেলেরাও এখানে খেলছে বলে অভিযোগ এসেছে। তাই এখন হাড় পরীক্ষা করে বয়স যাচাই করে তারপর শুরু হবে এ দুই টুর্নামেন্ট।

পিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকে এসব বিষয় নিয়ে কড়াকড়ি অবস্থান নিয়েছেন রমিজ রাজা। তিনি একটি সুনির্ধারিত গাইডলাইনও ঠিক করে দিয়েছেন। পিসিবির হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান জানান, বেশি বয়সের খেলোয়াড়রাও এই বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিযোগ পাওয়া গেছে।

এক বিবৃতিতে নাদিম বলেন,বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। তাই নতুন করে বয়স যাচাইয়ের জন্য এ দুই টুর্নামেন্ট আপাতত বন্ধ করা হয়েছে। এটিই এখন সম্ভাব্য সেরা সমাধান।

বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে তিনি আরো বলেন, পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।

টুর্নামেন্টের শুরুর দিন থেকেই বয়স নিয়ে একটা আলোচনা শোনা যাচ্ছিলো না। বেশ কয়েকটি দলেই বেশি বয়সের খেলোয়াড় দেখা গেছে। বিশেষ করে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক খেলোয়াড় এক ম্যাচেই হাঁকান ১১ ছক্কা। এর মধ্যে একটি আবার সোজা স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

বন্ধ,পাকিস্তান,ক্রিকেট,টুর্নামেন্ট,বয়স,চুরি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close