• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাঁচ উইকেট নিলেন মোসাদ্দেক, বিপর্যয়ে জিম্বাবুয়ে

প্রকাশ:  ৩১ জুলাই ২০২২, ১৭:৫৭
স্পোর্টস ডেস্ক

মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণিজাদুতে বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। স্বাগতিক দলের পাঁচ ব্যাটারকে বিদায় করেছেন এই ডানহাতি স্পিনার। মাত্র ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২ রান সংগ্রহ করে কোনঠাসা হয়ে পড়েছে জিম্বাবুয়ে।

সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে। ওই লক্ষ্যের শুরুটা অবশ্য দারুণ হয়েছে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আজও ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম ওভারেই টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ইনিংসের একদম প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটার। মোসাদ্দেক নিজের দ্বিতীয় সাফল্য পেয়ে যান ওভারের শেষ বলে।

৫ বলে ৪ রান করে মোসাদ্দেকের বলে মাহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ওয়েসলি মাদাভেরে। আগের ম্যাচে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে। এরপর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্রেইগ আরভিনকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান মোসাদ্দেক। মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

মোসাদ্দেক-জাদু অবশ্য সেখানেই থামেনি। জিম্বাবুয়ের চতুর্থ ও পঞ্চম উইকেটও ঝুলিতে পুরেছেন তিনি। দলীয় ২০ রানে মোসাদ্দেকের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন শন উইলিয়ামস (৮)। এরপর নিজের শেষ ওভারে মিল্টন সুম্বাকে (৩) হাসান মাহমুদের হাতে ক্যাচ দিতে বাধ্য করে ফেরান মোসাদ্দেক। ৪ ওভার বল ঘুরিয়ে ২০ রান খরচে ৫ উইকেট নিয়েছেন তিনি।

পূর্বপশ্চিম- এনই

জিম্বাবুয়ে,মোসাদ্দেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close