• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৩৬

প্রকাশ:  ৩১ জুলাই ২০২২, ১৯:১৯
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬২ রান করেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

রবিবার (৩১ জুলাই) হারারে ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত বোলিংয়ে স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। মোসাদ্দেক একে একে ফেরান জিম্বাবুয়ের ৫ ব্যাটসম্যানকে। প্রথম ওভারে রেজিস চাকাভা এবং ওয়েসলে মাধেভেরেকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে শন উইলিয়ামসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। আর নিজের কোটার শেষ ওভারে মিল্টন শুম্বাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পান মোসাদ্দেক।

৩১ রানে ৫ উইকেটের পর দলের হাল ধরেন রাজা-বার্ল। তাদের রাজা-বার্লের ৮০ রানের জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে ১৭ রানে জিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে তাদের। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের।

পূর্বপশ্চিমবিডি/এআই

বাংলাদেশ-জিম্বাবুয়ে,দ্বিতীয় ম্যাচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close