• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাসুমের পর মেহেদীর জোড়া আঘাতে চাপে জিম্বাবুয়ে

প্রকাশ:  ০২ আগস্ট ২০২২, ১৭:৪২
স্পোর্টস ডেস্ক

অঘোষিত ফাইনালে টস হেরে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম ম্যাচের মতো প্রথম ৪ ওভারেই এলেন চতুর্থ বাংলাদেশি বোলার। এবার মেহেদী হাসানকে সরিয়ে নাসুম আহমেদকে এনেছেন মোসাদ্দেক, এসেই ব্রেকথ্রু দিলেন তিনি। তুলে মারতে গিয়েছিলেন চাকাভা, শর্ট এক্সট্রা কাভারে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিয়েছেন আফিফ হোসেন। চাকাভা ফিরেছেন ১০ বলে ১৭ রান করে।

এক ম্যাচ পর দলে ফেরা নাসুমের প্রথম আঘাতের পর জোড়া উইকেটের দেখা পেয়েছেন মেহেদী হাসান।আগের বলে এলবিডব্লুর জোরাল আবেদন করলেও সফল হননি, পরের বলে করলেন ইয়র্কার। সামনে এসে খেলার চেষ্টায় ব্যর্থ ওয়েসলি মাধেভেরে। ৪৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মাধেভেরে ফিরেছেন ৮ বলে ৫ রান করে।

ঠিক পরের বলেই সিকান্দার রাজাকেও ফিরিয়েছেন মেহেদী। লেংথ থেকে হাঁটু গেড়ে তুলে মারতে গিয়েছিলেন সিরিজে জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান রাজা। ফাইন লেগে শরীফুলকে পার করাতে পারেননি, তাঁর হাতে ধরা পড়েছেন কোনো রান না করেই। ৪৫ রানে ১ উইকেট থেকে জিম্বাবুয়ে পরিণত হয়েছে ৪৫ রানে ৩ উইকেটে।

মঙ্গলবার (২ আগস্ট) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে,টি-টোয়েন্টি,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close