• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালদ্বীপ নারী দলের কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২২, ২৩:৪৬
নিজস্ব প্রতিবেদক

মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহর।

আজ রবিবার (১৪ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ।

যেখানে তারা জানিয়েছে, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করা ফাতেমা আইসিসি লেভেল-২ আম্পায়ারিং কোর্স এবং সিএ কোর্স সম্পন্ন করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছেন। এবার সুযোগ পেলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ। তার আম্পারিং করারও অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেছিলেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে মালদ্বীপ নারী ক্রিকেট দলের পথচলা কেবল শুরু হয়েছে। সর্বসাকুল্যে তারা এ পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তবে গেল তিন বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। এবার ফাতেমার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে আরো একটু দৃঢ় পায়ে পথচলা শুরু হবে দ্বীপরাষ্ট্রটির নারী ক্রিকেটের।

পূর্বপশ্চিমবিডি/এআই

মালদ্বীপ,নারী ক্রিকেট,বাংলাদেশের ফাতেমা,কোচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close