• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জয় দিয়ে শুরু জ্যোতিদের বিশ্বকাপ বাছাই

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:২৬
স্পোর্টস ডেস্ক

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৩ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ১৯.২ ওভারে ১২৯ রানে অল আউট হয় আয়ারল্যান্ডের নারীরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানেই সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। এরপর শামিমা সুলতানাকে নিয়ে লম্বা জুটি গড়েন জ্যোতি। দুজনের ৬২ রানের জুটি ভাঙে শামিমার বিদায়ে। ৪০ বলে ৪৮ রান করেন তিনি।

সম্পর্কিত খবর

    তবে, ঠিকই অর্ধশতকের দেখা পেয়েছেন টাইগ্রেস দলপতি। ৪৭ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন ডানহাতি এ ব্যাটার। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার একটি শতক রয়েছে। শেষ পর্যন্ত ৫৩ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তার ইনিংসে ১০টি চার ও একটি ছয়ের মার ছিল।

    জবাবে দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পরে আয়ারল্যান্ড। সালমা, সানজিদা, নাহিদা সে চাপ অব্যাহত রাখেন শেষ পর্যন্ত। ইমার রিচার্ডসনের ৪০ আর এমি হান্টারের ৩৩ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। সালমা তিনটি আর সানজিদা ও নাহিদা নেন দুটি করে উইকেট।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close