• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চ্যাম্পিয়নস ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক চূড়ান্ত

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২২, ২২:৫৬
স্পোর্টস ডেস্ক

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’। আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দলগুলোর প্লেয়ার্স ড্রাফট। প্রতিটি দলে দেশি ও বিদেশী মিলিয়ে দুজন আইকনসহ নেওয়া হয়েছে ১৭ জন করে খেলোয়াড়কে। ড্রাফটের বাইরে থেকে সুযোগ রয়েছে আরও একজনকে নেওয়ার।

প্লেয়ার্স ড্রাফটের সময় জানানো হয়েছে হকি খেলোয়াড়ররা কে কোন ক্যাটাগরিতে। কোন ক্যাটাগরির খেলোয়াড়রা কত পাচ্ছেন পারিশ্রমিক।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় দলের ১৯ খেলোয়াড়কে রাখা হয় আইকন ক্যাটাগরিতে। এ+ ক্যাটাগরি থেকে দুইজন, এ থেকে তিনজন, বি থেকে চারজন এবং সি ক্যাটাগরি থেকে তিনজন খেলোয়াড় দলে টেনেছে দলগুলো। আইকন খেলোয়াড়দের মূল্য ৫ লাখ টাকা।

এছাড়া এ+ ক্যাটাগরিতে থেকে দল পাওয়াদের মূল্য ৪ লাখ, এ ক্যাটাগরিতে ৩ লাখ, বি ক্যাটাগরি ২ লাখ এবং সি ক্যাটাগরি থেকে যারা দল পাবে তাদের মূল্য ১ লাখ টাকা। ড্রাফট থেকে আইকনসহ চার বিদেশি খেলোয়াড় নিয়েছে দলগুলো। বিদেশি আইকন খেলোয়াড়দের মূল্য সাড়ে সাত হাজার ডলার, সর্বনিম্ন সাড়ে চার হাজার ডলার। ড্রাফট থেকে বাধ্যতামূলক অনূর্ধ্ব-১৮ দলের দুজন করে খেলোয়াড় নিয়েছে দলগুলো।

চ্যাম্পিয়নস ট্রফি,পারিশ্রমিক,চূড়ান্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close