• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সেমিফাইনাল খেলার স্বপ্নও দেখছে জিম্বাবুয়ে

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২২, ১৯:৩৬
স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২৫ বছরের দ্বৈরথে একবারো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়নি জিম্বাবুয়ে ও বাংলাদেশ। অবশেষে চলতি বিশ্বকাপে ঘুচতে যাচ্ছে সেই অপেক্ষা। ব্রিজবেনে রোববার (৩০ অক্টোবর) মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়ের সেই আশা প্রবল। তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ বাকি তিন ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার স্বপ্নও দেখছে।

বাংলাদেশ ম্যাচ সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, ছেলেরা ফুরফুরে মেজাজে আছে। পাকিস্তানের বিপক্ষে জয়ে সবাই অনেক আত্মবিশ্বাসী।

দুই ম্যাচের কোনোটিতে না হারা জিম্বাবুয়ের পয়েন্ট এখন ৩। সঙ্গে নেট রান রেট ‍+০.০৫০। অপর দিকে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানে হেরে যাওয়া বাংলাদেশ আছে চাপে। নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে ২টি পয়েন্ট পেলেও প্রোটিয়াদের কাছে বড় হারে নেট রান রেট ঋণাত্মক ২.৩৭৫।

দুই দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি লড়াইয়েও এগিয়ে জিম্বাবুয়েই। জুলাই-আগস্টে হারারেতে হওয়া তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো আরভিনের দল। তবে বাংলাদেশকে সমীহই করছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তিনি বলেন, আমরা জানি বাংলাদেশ মানসম্পন্ন দল। আমাদের আগামীকাল নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

জিম্বাবুয়ে দলের লক্ষ্য অবশ্য শুধুই বাংলাদেশকে হারানো নয়, বরং সুপার টুয়েলভের বাকি দুই ম্যাচ জিতে সেরা চারে ওঠা। সুপার টুয়েলভে বাংলাদেশ ছাড়া জিম্বাবুয়ের অপর দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও ভারত। তিনটির যেকোনো দু’টি জিতলেই সেমিফাইনাল খেলার সমূহ সম্ভাবনা আছে। সে কথাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক।

তিনি বলেন, সেমিতে ওঠার বিশাল সুযোগ পেয়েছি আমরা। তবে এর জন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এরপর নেদারল্যান্ডসকে হারাতে হবে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ আর অন্যান্য ম্যাচের ফলের ভূমিকাও থাকবে।

অবশ্য খেলাটা টি–টোয়েন্টি বলে বাস্তবতাও মাথায় রাখছেন আরভিন। ধাপে ধাপে এগিয়ে যেতে বাংলাদেশ ম্যাচেই রেখেছেন সব মনোযোগ, ‘আমরা এটাও জানি যে টি–টোয়েন্টি ক্রিকেট কতোটা অনিশ্চিত। খুব দ্রুতই ম্যাচ ঘুরে যেতে পারে এখানে। আমরা আপাতত আগামীকালের বাংলাদেশ ম্যাচেই মনোযোগ দিচ্ছি।’

পূর্বপশ্চিমবিডি/এসএম

জিম্বাবুয়ে,স্বপ্ন,সেমিফাইনাল,খেলা,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close